১৯ মার্চ, ২০১৯ ২২:২০

বিশুদ্ধ পানির দাবিতে সিদ্ধিরগঞ্জে মানববন্ধন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:

বিশুদ্ধ পানির দাবিতে সিদ্ধিরগঞ্জে মানববন্ধন

প্রতীকী ছবি

সিদ্ধিরগঞ্জে নিয়মিত এবং বিশুদ্ধ পানির দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে এলাকাবাসী। মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে ঘন্টাব্যাপী সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী এলাকায় আদমজী-ডেমরা-নারায়ণগঞ্জ সড়কটি অবরোধ করে রাখে মানববন্ধনকারীরা। 

মানববন্ধনকারীদের অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে আইলপাড়া, পাঠানটুলী, নতুন আইলপাড়া, কুমিল্লাপট্টি, দক্ষিণ এনায়েতনগর এলাকায় ওয়াসা কর্তৃপক্ষ দুর্গন্ধযুক্ত এবং লালচে পানি সরবরাহ করে আসছে। যা পান করার অনুপযোগী। ওয়াসার এ পানি পান করে অনেকে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার কথাও উল্লেখ করেন। এলাকাবাসী দ্রুত পানি সমস্যার সমাধানের লক্ষ্যে ওয়াসা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

এদিকে সড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। 
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, মানববন্ধনকারীরা সড়ক অবরোধের চেষ্টা করলে তাদেরকে বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয়া হয়েছে। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর