২০ মার্চ, ২০১৯ ১৭:০৭

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ৪ ব্যবসায়ীকে জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধি

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ৪ ব্যবসায়ীকে জরিমানা

প্রতীকী ছবি

মানিকগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষধ সংরক্ষণ ও বিক্রির অপরাধে চার ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে মানিকগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ এর সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এক অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন। 

এসময় আসাদুজ্জামান রুমেল বলেন, মেয়াদোত্তীর্ণ ওষধ সংরক্ষণ ও বিক্রির অপরাধে শহরের শহীদ রফিক সড়কে অবস্থিত শেফালী মেডিসিন কর্ণারকে বিশ হাজার টাকা, মাহী মেডিকেল হলকে পনের হাজার টাকা, আনিসা মেডিসিন কর্ণারকে পনের হাজার টাকা জরিমানা করা হয়। প্রচুর পরিমাণে মেয়াদোত্তীর্ণ ওষধ সংরক্ষণ ও বিক্রির অপরাধে কাঁচা বাজারে অবস্থিত সীতানাথ মেডিকেল হলকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা ও সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

তিনি আরো বলেন, মানুষের জীবন রক্ষার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। অভিযানে জেলা ক্যাবের সাধারণ সম্পাদক এবিএম সামছুন্নবী তুলিপ ও জেলা স্যানিটারি পরিদর্শক উপস্থিত ছিলেন।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর