২০ মার্চ, ২০১৯ ১৭:৩৬

সাভারে উচ্ছেদ অভিযানে বাধা দেওয়ায় ইউপি চেয়ারম্যান আটক

নাজমুল হুদা,সাভার:

সাভারে উচ্ছেদ অভিযানে বাধা দেওয়ায় ইউপি চেয়ারম্যান আটক

সাভারের কাউন্দিয়া এলাকায় নদী তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদে পরিচালিত বিআইডব্লিউটিএ’র অভিযানে বাধা প্রদান করায় ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান শান্তকে আটক করে পুলিশ। 

বুধবার দুপুরের কাউন্দিয়া ইউনিয়নের তুরাগ নদীর তীরবর্তী বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় অভিযানের নেতৃত্বে থাকা ম্যাজিস্ট্রেটের নির্দেশে তাকে আটক করা হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে তুরাগ নদীর উভয় পার্শে অবস্থিত অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। অভিযানের এক পর্যায়ে সাভারের কাউন্দিয়া ইউনিয়নের তুরাগ তীরবর্তী কয়েকটি স্থাপনা উচ্ছেদের সময় সেখানে লোকজন নিয়ে উপস্থিত হয়ে অভিযানে বাধা দেয় স্থানীয় ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান শান্ত। 

এসময় অভিযানের নেতৃত্বে থাকা কর্মকর্তাদের সাথে বাক-বিতন্ডার এক পর্যায়ে সেখানে উপস্থিত বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের নির্দেশে পুলিশ চেয়ারম্যানকে আটক করে। প্রায় এক ঘণ্টা আটক থাকার পর উচ্ছেদ অভিযানে সার্বিক সহযোগিতা করার শর্তে মুচলেকা নিয়ে তাকে মুক্তি দেওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার মডেল থানা পুলিশের আমিনবাজার পুলিশ ফাড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) জামাল হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, উচ্ছেদ অভিযানে বাধা দেওয়ায় উপস্থিত ম্যাজিস্ট্রেটের নির্দেশে ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান শান্তকে আটক করা হয়। পরবর্তীতে প্রায় এক ঘণ্টা আটক থাকার পর উচ্ছেদ অভিযানে সার্বিক সহযোগিতার শর্তে মুচলেকা নিয়ে তাকে মুক্তি দেওয়া হয়েছে।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর