২০ মার্চ, ২০১৯ ১৭:৫১

আখাউড়ায় ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

আখাউড়ায় ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক স্কুল ছাত্রীকে ইভটিজিংয়ে দায়ে আমিনুল ইসলাম (২৬) নামে এক যুবকের এক বছরের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

গত মঙ্গলবার রাত ১০ টার দিকে ওই আদেশ দেয়া হয়। 

জানা গেছে, উপজেলার মোগড়া উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির এক ছাত্রী স্কুল শেষে বিকেলে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে উপজেলার টানোয়াপাড়া জমশিদ মিয়ার ছেলে আমিনুল ইসলাম ওই ছাত্রীর ওপর ঝাপিয়ে পড়ে। ওই ছাত্রীর আত্মচিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে এবং আমিনুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ স্থানীয় জনতা। পরে ভ্রাম্যমাণ আদালত বসে আমিনুল ইসলামকে ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। 

এ আদালত পরিচালনা করেন আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামছুজ্জামান।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রসুল আহমদ নিজামী বলেন, ইভটিজিং করার দায়ে আমিনুল ইসলামকে জেল জরিমানা করা হয়েছে। আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামছুজ্জামান বলেন, আখাউড়ায় মাদক ও ইভটিজিং করা চলবে। এসব কাজ করা হলে ভবিষ্যতে আরও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

 

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর