২০ মার্চ, ২০১৯ ২০:৪১

লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ২ ব্যবসায়িক প্রতিষ্ঠান

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ২ ব্যবসায়িক প্রতিষ্ঠান

লক্ষ্মীপুরের মজুপুর এলাকায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ২টি ব্যবসায়িক প্রতিষ্ঠান। এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্থরা। আজ বুধবার বিকেলে পৌর শহরের মজুপুর এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় ঢাকা রায়পুর মহাসড়কে চলাচলকৃত সকল যানবাহন বন্ধ হয়ে যায়।  এক ঘণ্টা পর স্বাভাবিক হয় যান চলাচল।

ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, স্থানীয় তায়েপ ওয়েজ কটন মেইলে আগুন লাগার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। এসময় ফায়ার সার্ভিস কর্মীরা আধাঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এর আগেই ওই মিলটিসহ আরো একটি দোকানের বেশির ভাগ মালামাল পুড়ে যায়।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের টিম লিডার মো. ইউছুফ তাৎক্ষনিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি। তবে ক্ষত্রিগ্রস্থ ব্যবসায়ীরা দাবী করেন তাদের কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর