২১ মার্চ, ২০১৯ ১৫:৩৩
তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন

পরিস্থিতি ঠিক না থাকলে পুরো উপজেলার নির্বাচন বন্ধের নির্দেশ

মাদারীপুর প্রতিনিধি


পরিস্থিতি ঠিক না থাকলে পুরো উপজেলার নির্বাচন বন্ধের নির্দেশ

সংগৃহীত ছবি

তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে যদি স্বাভাবিক পরিস্থিতি না থাকে তাহলে সেই কেন্দ্র এবং প্রয়োজনে পুরো উপজেলার নির্বাচন বন্ধ করে দেওয়ার নির্দেশ দিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী (অবঃ)। 

বৃহস্পতিবার দুপুরে মধ্যাঞ্চলের ৪ জেলা মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর ও রাজবাড়ি জেলার ডিসি, এসপিসহ অন্যান্য কর্মকর্তাদের সাথে আইন শৃংখলা সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন।

তিনি এসময় বলেন, নির্বাচনে কোন ধরনের অনিয়ম নির্বাচন কমিশন মেনে নেবে না। আপনাদের কাছ থেকে আমরা সম্পূর্ণ নিরপেক্ষতা আশা করছি। যদি কারও বিরুদ্ধে অভিযোগ আসে, তাহলে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করবো।

এসময় তিনি মন্ত্রী এমপি ও হুইপদের উদ্দেশ্য করে বলেন, আপনার সুষ্ঠু ও আইনানুগ নির্বাচন পরিচালনার জন্য আপনার যতটুকু সহযোগিতা করার, ততটুকু সহযোগিতা করবেন।

ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. সেলিম রেজার সভাপতিত্বে মাদারীপুর জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলামের আয়োজন ও উপস্থাপনায় আরও বক্তব্য দেন গোপালগঞ্জ জেলা প্রশাসক মোখলেসুর রহমান, শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তাহেরসহ মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর ও রাজবাড়ি জেলার শীর্ষ কর্মকর্তারা।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর