২১ মার্চ, ২০১৯ ১৫:৩৮

নাটোরে ৮ দফা দাবিতে আদিবাসীদের মানববন্ধন

নাটোর প্রতিনিধি:

নাটোরে ৮ দফা দাবিতে আদিবাসীদের মানববন্ধন

নাটোরে আন্তর্জাতিক বর্ণ-বৈষম্য দিবস উপলক্ষে ৮ দফা দাবিতে আদিবাসীদের মানববন্ধন, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে নাটোর প্রেস ক্লাবের সামনে নেটওয়ার্ক অব নন মার্জিনালাইজ কমিউনিটিজ( এনএনএমসি)’র জেলা অ্যাডভোকেসী প্লাটফরমের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। 

মানববন্ধনকালে বক্তব্য রাখেন জেলা এ্যাডভোকেসী প্লাটফর্মের সভাপতি বুলবুল আহমেদ, সাধারণ সম্পাদক কালিদাস রায়, জাতীয় আদিবাসী পরিষদ জেলা শাখার আহবায়ক প্রদীপ লাকড়া, সদর উপজেলা অ্যাডভোকেসী প্লাটফর্মেও সহ সভাপতি আফরোজা বেগম, রবিদাস ফোরাম জেলা শাখার সভাপতি চন্দন রবিদাসসহ অন্যান্যরা। পরে তারা জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজের কাছে বৈষম্য বিলোপ আইন দ্রুত প্রণয়ন, দেশের সকল জেলার দলিত জনগোষ্ঠিকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনা, সকল মহানগরী ও পৌরসভাসমূহে দলিত জনগোষ্ঠীর আবাসন সমস্য সমাধানে বিশেষ পরিকল্পনা গ্রহণ এবং অগ্রাধিকার ভিত্তিতে দলিতদের মধ্যে খাস জমি বরাদ্দ প্রদান সহ ৮ দফা দাবী সম্বলিত স্মারকলিপি প্রদান করে।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর