২১ মার্চ, ২০১৯ ১৫:৪২

নেত্রকোনায় শিশু ধর্ষণের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনায় শিশু ধর্ষণের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

নেত্রকোনায় খালু কর্তৃক চার বছরের এক শিশু ধর্ষণের দৃষ্টান্তমূলক বিচার চেয়ে মানববন্ধন করেছে শিশু সংগঠন। বৃহস্পতিবার দুপুরে শহরের মোক্তারপাড়া পৌরসভার সামনের সড়কে মানববন্ধনে শিশুদের সাথে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। 

সুবিধাবঞ্চিত শিশুদের মানবিক সংগঠন শিশু ছায়া ও ছাত্র ইউনিয়নের ব্যানারে এ মানববন্ধনে শিশুটির চিকিৎসা ব্যায় রাষ্ট্রীয়ভাবে করার দাবি জানানো হয়। এতে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীসহ সাংবাদিক সামাজিক সাংস্কৃতিক ব্যাক্তিরা একতা পোষণ করেন। পাশাপাশি আটক হওয়া আসামী সাহেব আলীার মৃত্যুদন্ড দিয়ে দৃষ্টান্তমূলক শাস্থির দাবিও জানায় বক্তারা। 

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সম্পাদক সাংবাদিক আলপনা বেগম, সাংবাদিক একে এম আব্দুল্লাহ, সাহিত্য সমাজের সম্পাদক সাইফুল্লাহ এমরান, শিশু অভিভাবক শাহানা আক্তার পপি, শিশু ছায়ার সম্পাদক তোফায়েল খান ও ছাত্র ইউনিয়নের সাধারন সম্পাদক পার্থ প্রতিম সরকার প্রমুখ। 

উল্লেখ্য, নেত্রকোনা সদর উপজেলার দক্ষিণ বিশিউরা ইউনিয়নের বাশাটি গ্রামের সাহেব আলী তার শালিকার ৪ বছর ৩ মাস বয়সের শিশু কণ্যাকে র্ধষণ করে গত মঙ্গলবার সন্ধ্যায়। গুরতর অবস্থায় রাতে শিশুটিকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাাতলে প্রেরণ করে। এদিকে পুলিশ এলাকাবাসীর সহায়তায় আসামি সাহেব আলীকে আটক করে। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর