২১ মার্চ, ২০১৯ ১৫:৪৭

বরিশালে ভ্রাম্যমাণ আদালতে ৮ অটোরিকশাকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশালে ভ্রাম্যমাণ আদালতে ৮ অটোরিকশাকে জরিমানা

বরিশাল-ঢাকা মহাসড়কের নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় গ্যাসের অবৈধ ব্যবহার বিরোধী ভ্রাম্যমাণ আদালত এলপি গ্যাস চালিত ৮টি অটোরিকশা থেকে ১৬ হাজার টাকা জরিমানা আদায় করেছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। 

এ সময় এলপি গ্যাস চালিত ৮টি অটোরিক্সায় মেয়াদোত্তীর্ণ এলপি সিলিন্ডার ব্যবহার করায় মানব ঝুঁকির কারনে প্রতিটি অটোরিকশা থেকে ২ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়। বিআরটিএ এবং র‌্যাব-৮ সদস্যরা ভ্রাম্যমান আদালতে সহায়তা করে। 

এলপি সিলিন্ডারের অবৈধ ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার ব্যবহার রোধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর