২১ মার্চ, ২০১৯ ১৯:০৯

বিরামপুরে এক রাতেই সাত স্থানে আগুন!

দিনাজপুর প্রতিনিধি

বিরামপুরে এক রাতেই সাত স্থানে আগুন!

দিনাজপুরের বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়নে একই রাতে সাত স্থানে সাতটি খড়ের গাদায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার দিবাগত রাত ২টা থেকে আড়াইটার মধ্যে বিরামপুরের মুকুন্দপুর ইউনিয়নের এই ঘটনা ঘটে।

বিরামপুর উপজেলা পরিষদের সদ্য পরাজিত চেয়ারম্যান পারভেজ কবীর, থানা পুলিশ ও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, উপজেলার বিশ্বনাথপুর গ্রামের আবুল মণ্ডল, মানিক মিয়া, চিরিরপাড় গ্রামের আছাদুল ইসলাম, গংগাপুরের শাহেদ হোসেন, রফিকুল ইসলাম, রেজাউল ইসলাম ও ভেলারপাড়া গ্রামের মোজাহারুল ইসলামের খুলিয়ানে থাকা সাতটি খড়ের গাদায় অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।

গ্রামের লোকজন টের পেয়ে আগুন নিভানোর চেষ্টা করে ব্যর্থ হলে বিরামপুর ও ফুলবাড়ি থেকে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ইউপি চেয়ারম্যান জানান, সাতটি খড়ের গাদায় প্রায় ৫৩ বিঘা জমির খড় ছিল বলে ক্ষতিগ্রস্থরা জানিয়েছেন। গভীর রাতে দুর্বৃত্তরা আগুন দেওয়ার ঘটনা ঘটিয়ে এলাকার মানুষের মাঝে বিশৃংখলা সৃষ্টির চেষ্টা করেছে। বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, ঘটনার বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর