শিরোনাম
২১ মার্চ, ২০১৯ ১৯:১৭

পানির দাবিতে তিস্তা ব্যারাজ অভিমুখে রোডমার্চ

নিজস্ব প্রতিবেদক,রংপুর:

পানির দাবিতে তিস্তা ব্যারাজ অভিমুখে রোডমার্চ

পানির ন্যায্য হিস্যা আদায় করাসহ উত্তরবঙ্গকে মরু ভুমির হাত থেকে রক্ষার দাবিতে তিস্তা ব্যারাজে অভিমুখে রোডমার্চ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। বৃহস্পতিবার দুপুরে রোড মার্চ উপলক্ষে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে পথসভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন ভাষা সৈনিক ও সাবেক রংপুর পৌরসভার চেয়ারম্যান মোহাম্মদ আফজাল, বাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান, কেন্দ্রীয় নেতা কমরেড বজলুর রশিদ ফিরোজ, কমরেড রাজেকুজ্জামান রতন, রংপুর জেলা বাসদের সভাপতি কমরেড আব্দুল কুদ্দুস প্রমুখ।

পথসভায় ভারতের আন্তনদী সংযোগ প্রকল্পের মাধ্যমে ব্রহ্মপুত্র নদী থেকে পানি সরিয়ে নেয়ার চক্রান্ত একতরফা পানি প্রত্যাহার ও সরকারের নতজানু নীতির প্রতিবাদ জানিয়ে তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবি তুলে ধরেন বক্তারা।

এরপর পাবলিক লাইব্রেরি থেকে বের হয়ে রোডমার্চ নগরীর গুরুত্বপূর্ণ সড়ক হয়ে নীলফামারীর তিস্তা ব্যারেজ অভিমুখে যাত্রা করে। বৃহস্পতিবার বিকেলে তিস্তা ব্যারাজে সাধুর বাজারে প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এর আগে বুধবার ২০ মার্চ বগুড়া থেকে এ রোডমার্চটি শুরু হয়।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর