২১ মার্চ, ২০১৯ ২০:৫০

বগুড়ায় নানা আয়োজনে দোল উৎসব পালিত

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় নানা আয়োজনে দোল উৎসব পালিত

বগুড়ায় নানা আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দোল পূর্ণিমা বা হোলি উৎসব পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে বগুড়া শহরের চেলোপাড়া, উত্তর চেলোপাড়া, নব বৃন্দাবনপাড়া, ডালপট্টি, পুলিশ লাইন্স, শহরের নাবাববাড়ি সড়কের বেলতলাসহ বিভিন্ন এলাকায় সনাতন ধর্মের মানুষগুলো দোল উৎসবে মিলিত হয়। 

তরুণ-তরুণী, নারী শিশুসহ সকল বয়সীরা এই ধর্মের মানুষগুলো একে অপরকে রং ও আবির মাখিয়ে দিয়ে উৎসব করে। 

সনানতন ধর্মের অনেকেই এই দিনটিকে ঘিরে বিশেষ প্রার্থনা করে। সকাল থেকে রাত পর্যন্ত নারী পুরুষকে এই উৎসব পালন করতে দেখা যায়। মন্দিরে পূজা পার্বনও করা হয়। কোন কোন মন্দিরে আবার সাংস্কৃতিক অনুষ্ঠান, বাউল গানের আসর, রাধা কৃষ্ণের পূজা করা হয়। পূজা ও কীর্তন শুরু হয় সকাল সাড়ে ৭টায় এবং প্রসাদ বিতরণ করা হয় বেলা সাড়ে ১২ টায়। 

বিডি প্রতিদিন/২১ মার্চ ২০১৯/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর