শিরোনাম
২২ মার্চ, ২০১৯ ১০:৪৯

'ভারতের সাথে বন্ধ রেল সংযোগ চালু হবে শিগগিরই'

রেজাউল করিম মানিক, লালমনিরহাট

'ভারতের সাথে বন্ধ রেল সংযোগ চালু হবে শিগগিরই'

ফাইল ছবি

রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন বলেছেন, ১৯৬৫ সালের পর থেকে ভারতের সাথে বাংলাদেশের যেসব রেল সংযোগ বন্ধ রয়েছে তা শিগগিরই চালু করা হবে। এছাড়া আগামী বছরের মধ্যে সাড়ে ৫’শ নতুন কোচ সংযোজন করা হলে গোটা দেশে মিটার গেজের চাহিদা পূরণ হলেই চালু হবে তিনবিঘা করিডোর এক্সপ্রেস।  

আজ শুক্রবার সকালে দুই দিনের সফরে লালমনিরহাট এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। 

এছাড়া মন্ত্রী বুড়িমারি স্থলবন্দর ও ভারতের চ্যাংড়াবান্ধার সাথে আন্তঃদেশীয় বাণিজ্যিক যাত্রীবাহী ও পণ্যবাহী ট্রেন চলাচলের সম্ভাব্যতা যাচাই করতে বুড়িমারি স্থলবন্দর পরির্দশন করবেন। 

লালমনিরহাট রেল বিভাগ জানায়, বৃহস্পতিবার রাতে রেলমন্ত্রী কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে লালমনি এক্সপ্রেস ট্রেনযোগে লালমনিরহাটের উদ্দেশে যাত্রা করেন। শুক্রবার সকালে তিনি লালমনিরহাটে পৌঁছেন। আবার লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে ‘বুড়িমারী শাটল’ ট্রেনে চড়ে বুড়িমারী স্থলবন্দর রেলওয়ে স্টেশনের উদ্দেশে যাত্রা শুরু করবেন। ভারতীয় কর্তৃপক্ষের অনুমতি পেলে রেলমন্ত্রী বুড়িমারী স্থলবন্দর জিরোপয়েন্ট থেকে প্রায় ৫০০ গজ ভেতরে ভারতের অভ্যন্তরে চ্যাংরাবান্ধা রেলওয়ে স্টেশন পর্যন্ত পরিদর্শন করবেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর