২২ মার্চ, ২০১৯ ১৮:০৯

হিলি সীমান্তে বিপুল পরিমাণে গরু মোটাতাজাকরণ ট্যাবলেট জব্দ

দিনাজপুর প্রতিনিধি:

হিলি সীমান্তে বিপুল পরিমাণে গরু মোটাতাজাকরণ ট্যাবলেট জব্দ

দিনাজপুরের হাকিমপুরের মংলা সীমান্তে ভারতীয় গরু মোটাতাজাকরণ ট্যাবলেট, কসমেট্রিক্স পণ্য জব্দ করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ সময় জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি। বৃহস্পতিবার রাতে সীমান্তের সাতকুড়ি এলাকা থেকে এসব জব্দ করা হয়।

এগুলোর মধ্যে রয়েছে, গরু মোটাতাজাকরণ ভারতীয় প্যারপটিন ট্যাবলেট ১ লাখ ১৪ হাজার পিছ, নিউসিপ ট্যাবলেট ২ হাজার পিছ, সিজিনটেন ট্যাবলেট ১৪ হাজার ৪শ' ২০ পিছ, ভারতীয় কসমেট্রিক্স জনসন বেবী ওয়েল ১৩৯টি, পন্ডস হোয়াইট বিউটি ক্রিম ৬৬টি উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৩৯ লাখ ৫৫ হাজার ১শ' টাকা।

হিলি মংলা ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আবু সাঈদ জানান, ভারত থেকে সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে দেশে বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য ও গরু মোটাতাজাকরণ ট্যাবলেট নিয়ে চোরাকারবারীরা প্রবেশ করেছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর