২২ মার্চ, ২০১৯ ১৮:৩৫

''ইভিএম'এ ভোট হলে রাঙামাটিতে নিহতের ঘটনা ঘটত না''

পটুয়াখালী প্রতিনিধি:

''ইভিএম'এ ভোট হলে রাঙামাটিতে নিহতের ঘটনা ঘটত না''

নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেছেন, ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হলে হয়ত রাঙামাটিতে ৮ জন নিহতের ঘটনা ঘটত না। ইভিএম ভোটিং পদ্ধতিতে কোন ভোটার ভোট দিতে চাইলে তার ফিঙ্গার প্রিন্ট মিলতে হবে, নইলে কেউ ভোট দিতে পারবে না।

তিনি শুক্রবার দুপুর ১২টার দিকে পটুয়াখালী সরকারি কলেজের প্রশাসনিক ভবন মিলনায়তনে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ইভিএম ভোটিং পদ্ধতিতে জাল ভোট দেওয়ার কোন সুযোগ নেই। কারও ভোট কেউ দিতে পারবে না। তাই সুষ্ঠু ভোট নিয়ে কোন সংশয় থাকবে না।

এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী, সরকারি কলেজের অধ্যক্ষ মো. জাকির হোসেন, পুলিশ সুপার মইনুল হাসান, জেলা নির্বাচন কর্মকমর্তা জিয়াউর রহমান খলিফাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

প্রশিক্ষণে অংশ নেওয়া কর্মকর্তাদের উদ্দেশে নির্বাচন কমিশনার আরও বলেন, ভোটাররা তাদের পছন্দ অনুযায়ী যাকে খুশি তাকে ভোট প্রদান করবে। কোন ভোটারকে ভোট দানে যদি কেউ বাধা দেয় তাহলে তার উপযুক্ত শাস্তির আওতায় আনা হবে। যদি কোন নির্বাচনী কর্মকর্তা ভোটারদের ভোটাধিকার হরনের চেষ্টা করে তাহলে আইনশৃঙ্খলা বাহিনীকে সমস্ত দায়িত্ব নিতে হবে। হয়ত নির্বাচন কমিশন, নির্বাচন কর্মকর্তা বা আইনশৃঙ্খলা বাহিনীর গাফেলতিতে মাঝে মাঝে ভোটাররা তাদের ভোট দিতে পারেন না।

পটুয়াখালীতে ৩১ মার্চ মোট ৭টি উপজেলায় আসন্ন চতুর্থ ধাপে অনুষ্ঠিতব্য নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তারা প্রশিক্ষণে উপস্থিত ছিলেন।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর