২২ মার্চ, ২০১৯ ২১:৪৬

বিয়েতে অমত করায় শাসন, অভিমানে ছাত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বিয়েতে অমত করায় শাসন, অভিমানে ছাত্রীর আত্মহত্যা

বরিশালের গৌরনদীতে বিয়েতে রাজি না হওয়ার অভিভাবকদের বকাঝকায় অভিমান করে লাইজু আক্তার (১৫) নামের এক ছাত্রী আত্মহত্যা করেছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ওই উপজেলার পশ্চিম ডুমুরিয়া গ্রামে এই ঘটনা ঘটে। লাইজু একই উপজেলার মেদাকুল মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী ও পশ্চিম ডুমুরিয়া গ্রামের আব্দুল হাই ফকিরের মেয়ে ছিলো। 

ঘটনাস্থল পরিদর্শনকারী গৌরনদী মডেল থানার এসআই মো. আসাদুজ্জামান খান জানান, লাইজুকে পারিবারিকভাবে বিয়ে দেওয়ার কথাবার্তা চলছিলো। লাইজু ওই বিয়েতে অমত করে। এতে তার অভিভাবকরা তাকে বকাঝকা করে।  এ কারণে সে অভিমান করে সকাল সাড়ে ১০টার দিকে নিজ ঘরের বারান্দায় আত্মহত্যা করে। খবর পেয়ে থানা পুলিশ ওই স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাইজুর লাশ বরিশাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই আসাদুজ্জামান খান। 

নাম না প্রকাশের শর্তে স্থানীয় একাধিক ব্যক্তি জানান, শনিবার বাদ জোহর ওই স্কুল ছাত্রীর কাবিনের দিন ধার্য ছিল। বিয়েতে রাজি না হলে তার অভিভাবকরা লাইজুকে বকাঝকা দেয়। এতে অভিমান করে লাইজু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর