২৪ মার্চ, ২০১৯ ১০:১১

লক্ষ্মীপুরে ভোটারের উপস্থিতি নেই বললেই চলে

লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুরে ভোটারের উপস্থিতি নেই বললেই চলে

তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে লক্ষ্মীপুরের ৫টি উপজেলায় সকাল ৮ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হলেও ভোটারদের উপস্থিতি একেবারেই হতাশাব্যাঞ্জক। সকাল ৮ টা থেকে ৯টা পর্যন্ত সদর উপজেলার পৌর শহরের এন আহমদীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, আলীয়া মাদ্রাসা কেন্দ্র, পাবলিক স্কুল ও সামাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে ভোটারদের উপস্থিতি একেবারেই চোখে পড়েনি।

কেন্দ্রে হাতেগোনা কয়েকজন পুরুষ ভোটার নজরে পড়লেও  নারী ভোটারের উপস্থিতি ছিল কম। জেলার অন্যান্য উপজেলাতেও একই অবস্থা বিরাজ করছে বলে জানা যায়।

এদিকে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে র‌্যাব, বিজিবি, পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন। কিন্তু ভোটাররা কেন্দ্রের বাইরে দোকানে ব্যস্ত সময় পার করছেন। তাদের মতে বিগত নির্বাচনে বেশিরভাগ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তাই এ নির্বাচনে সুষ্ঠু পরিবেশ থাকলেও কেন্দ্রে যেতে চান না তারা।

এখানকার প্রত্যেকটি উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় প্রার্থীর বিপরীতে বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী লড়ছেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, জেলার ৫ উপজেলায় চেয়ারম্যান পদে ১৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩০ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৭ জনসহ মোট ৬৫জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। মোট ৪৫৮টি কেন্দ্রে ভোটার সংখ্যা রয়েছে ১২ লাখ ৩৪ হাজার ৬৯৬ জন।  


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর