২৪ মার্চ, ২০১৯ ১০:১৮

মাগুরাতেও ভোটার উপস্থিতি কম

মাগুরা প্রতিনিধি

মাগুরাতেও ভোটার উপস্থিতি কম

মাগুরা সদর শালিখা, মহম্মদপুর ও শ্রীপুর উপজেলা পরিষদের নির্বাচনে ভোটগ্রহণ চলছে। চারটি উপজেলার ২৭৭ টি কেন্দ্রে আজ রবিবার সকাল ৮টা থেকে একযোগে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। তবে সদর উপজেলার ২টি কেন্দ্রে গিয়ে ভোটারদের উপস্থিতি কম লক্ষ করা গেছে।

মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর সকালে মাগুরা শহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।

৪টি উপজেলায় চেয়ারম্যান পদে ১৬, পুরুষ ভাইস চেয়ারম্যান ২৩ ও নারী ভাইস চেয়ারম্যান পদে ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।  মোট ভোটার সংখ্যা ৬ লক্ষ ৮৫ হাজার ৫০৪ জন।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে ৩ জন পুলিশ, ১২ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছে। এছাড়া র‌্যাবের ৪টি টহল টিম, ৬ প্লাটুন বিজিবি, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৪টি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৪টিসহ মোট ৮টি ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করছেন।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর