২৪ মার্চ, ২০১৯ ১০:৩৫

রাতে সিল মারার অভিযোগে কটিয়াদী উপজেলায় ভোটগ্রহণ স্থগিত

দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

কিশোরগঞ্জ প্রতিনিধি:

রাতে সিল মারার অভিযোগে কটিয়াদী উপজেলায় ভোটগ্রহণ স্থগিত

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা পরিষদ নির্বাচনে সবকটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। গত রাতে কয়েকটি কেন্দ্রে সিল মারা হয়েছে, এমন অভিযোগে সবকটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে বলে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন। এ ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম ও কটিয়াদী থানার ওসি মোহাম্মদ শামসুদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা আরও জানান, গত রাতে কটিয়াদী উপজেলার কয়েকটি কেন্দ্রে সিল মারা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন থেকে সবকটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ জানান, দায়িত্বে অবহেলার অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম ও কটিয়াদী থানার ওসি মোহাম্মদ শামসুদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে।

উল্লেখ্য, কটিয়াদীতে মোট ভোটকেন্দ্র রয়েছে ৮৯ টি। এদিকে জেলার ১৩ টি উপজেলার বেশিরভাগ কেন্দ্রেই সকালে ভোটারের উপস্থিতি খুবই কম দেখা গেছে।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর