২৪ মার্চ, ২০১৯ ১২:১৬

'ইভিএমএ ভোট দেই এ্যাকটে, যায় আরেকটে'

রেজাউল করিম মানিক, রংপুর

'ইভিএমএ ভোট দেই এ্যাকটে, যায় আরেকটে'

ইভিএমএ ভোট দেই এ্যাকটে, যায়  আরেকটে। সিলমারা ভোটই হামার ভাল ছিল। (ভোট দিই এক জায়গায়, ভোট যায় আরেক জায়গায়।সিল মারা ভোট আমাদের জন্য ভালোছিল) এমন অভিমত জানাচ্ছিলেন রংপুর সদরের মোল্লাপাড়ায় ভোট দিতে আসা ভোটার কালাম, আমজাদ, রফিকুলসহ অর্ধশতাধিক ভোটার। হাজী ইসমাইল উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে ভোট দিতে এসে তারা এভাবে ইভিএমে ভোট দেয়ার বিষয়ে অসন্তুষ্টি প্রকাশ করেন। 

ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ওয়াজেদ মিয়া জানান, গ্রামের ভোটাররা ইভিএম বুঝে না, কেন্দ্রে আসা ভোটারদের বুঝিয়ে দেওয়ার পরও তারা ঠিকমত ভোট দিতে পারছেন না, ফলে সময় বেশি লাগছে।

রংপুরের সদর উপজেলার ৪৭টি ভোট কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়েছে। অধিকাংশ কেন্দ্রে ভোটার উপস্থিতি লক্ষ্য করা গেছে। সদর ছাড়াও রংপুরের মিঠাপুকুরে চলছে ভোট গ্রহণ। কোথাও কোন বিশৃঙ্খলার সংবাদ পাওয়া যায়নি।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর