২৪ মার্চ, ২০১৯ ১৫:০৪

লক্ষ্মীপুরে ৫ ঘণ্টায় ১২ পার্সেন্ট ভোট!

লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুরে ৫ ঘণ্টায় ১২ পার্সেন্ট ভোট!

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে লক্ষ্মীপুরের ৫ উপজেলার ৪৫৮টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। রবিবার সকাল ৮ থেকে ভোট গ্রহণ শুরু হয়। দুপুর ১ টা পর্যন্ত  ৫ ঘণ্টায় সদরের ৪টি কেন্দ্রে মাত্র ১২ পার্সেন্ট ভোট পড়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসাররা জানান, বাংগা খাঁ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৬৩৬ টি ভোটের মধ্যে ৩৬০ ভোট, মান্দারী বহুমুখি উচ্চ বিদ্যালয়ে ৩৭৪১ ভোটের মধ্যে ৩৩৬ ভোট, সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩৬০০ ভোটের মধ্যে ৪০ ভোট, দারুল উলুম হোসাইনিয়া মাদ্রাসা ১৯৫৪ ভোটের মধ্যে ২৬০ ভোট পড়েছে। দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত এসব কেন্দ্রে গিয়ে ভোটারদের উপস্থিতি দেখা যায়নি। এছাড়া জেলার রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর উপজেলায় খোঁজ নিয়ে জানা গেছে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল একেবারেই কম।

অন্যদিকে নির্বাচনী সহিংসতা এড়াতে ২৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৫ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে তৎপর রয়েছে।

এদিকে সদরের পূর্ব জাফরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অনিয়মের অভিযোগে ২০ মিনিট ভোট গ্রহণ স্থগিত রেখে পূণরায় চালু করা হয়।

রিটার্ণিং কর্মকর্তা মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া বাংলাদেশ প্রতিদিনকে জানান, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন চলছে, কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। একইমত ব্যক্ত করেন পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর