২৪ মার্চ, ২০১৯ ১৫:১১

মোরেলগঞ্জে যক্ষ্মা রোগীর সংখ্যা বাড়ছে

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:

মোরেলগঞ্জে যক্ষ্মা রোগীর সংখ্যা বাড়ছে

বাগেরহাটের মোরেলগঞ্জে যক্ষ্মা রোগীর সংখ্যা গত এক বছরে বেড়েছে ৮১ জন বেড়েছে। ২০১৭ সালে এখানে রোগীর সংখ্যা ছিলো ৫৬৫ জন। ২০১৮ সালে এর সংখ্যা দাড়িয়েছে ৬৪৬ জন। বিশ্ব যক্ষ্মা দিবসের আলোচনায় এ তথ্য পাওয়া গেছে। ‘এখনই সময় অঙ্গীকার করার, যক্ষ্মামুক্ত বাংলাদেশ গড়ার’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে আজ রবিবার পালিত হয়েছে বিশ্ব যক্ষ্মা দিবস ২০১৯। 

উপজেলা স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাক’র যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচীর যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে বেলা ১১টায় একটি বর্ণাঢ্য র‌্যালি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি।

অন্যান্যের মধ্যে আলোচনা করেন ডা. মো. শাহজালাল, ব্র্যাক ম্যানেজার প্রদিপ কুমার রায় ও টেকনিশিয়ান মো. শাহিনুর রহমান। সভায় জানানো হয়, গেল বছরের তুলনায় চলতি বছরে মোরেলগঞ্জে যক্ষ্মা রোগীর সংখ্যা বেড়েছে ৮১ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৩৩৮ জন। এর মধ্যে ১৬৬ জন নারী। 

বিডি-প্রতিদিন/২৪ মার্চ, ২০১৯/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর