২৪ মার্চ, ২০১৯ ১৯:৫৪

টেকনাফে ভোট গ্রহণ শেষে চলছে গণনা

আব্দুস সালাম, টেকনাফ

টেকনাফে ভোট গ্রহণ শেষে চলছে গণনা

সারাদেশের ন্যায় তৃতীয় ধাপের ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে টেকনাফে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হয়েছে। এখন চলছে গণনা। অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী তৎপর ছিলেন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলে। টেকনাফে ৫৫টি কেন্দ্রে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সকাল থেকে বিকাল পর্যন্ত ভোট গ্রহণ সম্পন্ন হয়। তবে কিছু কিছু গুজব ও কেন্দ্রে এজেন্ট বের করে দেওয়া এবং জাল ভোটের অভিযোগ উঠলেও তাৎক্ষণিক আইন শৃংখলা বাহিনীর নজরদারী থাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। 

পর্যবেক্ষক গণমাধ্যমকর্মীরা জানান, ভোট শুরু হওয়ার পর ২২টি কেন্দ্র সকাল থেকে পরিদর্শন করেছি। ভোটারের উপস্থিতি খুব বেশী চোখে পড়েনি। একাধিক প্রিজাইডিং অফিসার এর সাথে কথা বলে জানা যায়, ভোট গণনার পর কাস্টিং এর চিত্র পাওয়া যাবে। তবে গড়ে ৩৫% থেকে ৫০% ভোট বিকাল ৩টা পর্যন্ত কাস্টিং হয়েছে। টেকনাফ উপজেলায় ৫৫টি কেন্দ্রে ভোট গ্রহণ সম্পন্ন হয়।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর