২৫ মার্চ, ২০১৯ ০৩:৫৬

বরিশালে উপজেলা নির্বাচনে জয়ী হলেন যারা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে উপজেলা নির্বাচনে জয়ী হলেন যারা

বরিশালের ৩ উপজেলার মধ্যে দু'টিতে আওয়ামী লীগ এবং একটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। 

বাবুগঞ্জ উপজেলায় ৩০ হাজার ৪শ’ ৯৪ ভোট পেয়ে নৌকা প্রতীকের প্রার্থী কাজী ইমদাদুল হক দুলাল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়ার্কার্স পার্টির মোজাম্মেল হক ফিরোজ হাতুরী প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ৬শ’ ৯৯ ভোট।

এদিকে উজিরপুরে আওয়ামী লীগের আব্দুল মজিদ সিকদার বাচ্চু নৌকা প্রতীক নিয়ে ৯২ হাজার ১শ’ ৫১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী হাফিজুর রহমান ইকবাল পেয়েছেন ৮ হাজার ৪শ’ ৬৭ ভোট।  

হিজলায় আওয়ামী লীগের বিদ্রোহী বেলায়েত হোসেন ঢালী আনারস প্রতীক নিয়ে ২৫ হাজার ২শ’ ৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সুলতান মাহমুদ টিপু সিকদার নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ১১ হাজার ৫শ’ ৮২ ভোট। 

রবিবার দিনভর ভোটগ্রহণ ও রাতে গণনা শেষে রাতে স্ব-স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করেন। 

এর আগে প্রতীক বরাদ্দের সময় বরিশাল সদরে আওয়ামী লীগের মো. সাইদুর রহমান রিন্টু, গৌরনদীতে আওয়ামী লীগের সৈয়দা মনিরুন্নাহার মেরী, আগৈলঝাড়ায় আওয়ামী লীগের আব্দুর রইচ সেরনিয়াবাত, বানারীপাড়ায় আওয়ামী লীগের গোলাম ফারুক, বাকেরগঞ্জে আওয়ামী লীগের শামচুল হক চুন্নু এবং মুলাদীতে আওয়ামী লীগের তারিকুল হাসান হাসান খান মিঠুকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হিসেবে নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। 


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর