২৫ মার্চ, ২০১৯ ১৭:০৫

মধুপুরে বাংলাদেশ-ভারতীয় সেনাবাহিনীর যৌথ সাইক্লিং অভিযান সমাপ্ত

টাঙ্গাইল প্রতিনিধি

মধুপুরে বাংলাদেশ-ভারতীয় সেনাবাহিনীর যৌথ সাইক্লিং অভিযান সমাপ্ত

টাঙ্গাইলের মধুপুরে ফ্লাগ ইন অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ ও ভারতীয় সেনাবাহিনীর যৌথ সাইক্লিং অভিযান আজ সোমবার সমাপ্ত হয়েছে। 

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের জিওসি এবং ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল মিজানুর রহমান শামীম বীরপ্রতিক। 

এসময় ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জে.এস.চিমাসহ দুইদেশের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

টাঙ্গাইলের মধুপুরে ব্যুরো বাংলাদেশ মানবসম্পদ উন্নয়ন কেন্দ্রে আয়োজিত সমাপনী অনুষ্ঠান শুরুর আগে দুই দেশের জাতীয় সংগীতের মধ্যদিয়ে জাতীয় পতাকার প্রতি সম্মান জানানো হয়। পরে দুইদেশের পক্ষ হতে সাইক্লিং অভিযানে অংশ নেয়া সেনাসদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

উল্লেখ্য, গত ১৮ মার্চ ২০১৯ তারিখে ভারতের কুচবিহারে বাংলাদেশ-ভারতের যৌথ এই সাইক্লিং অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
পরবর্তীতে ভারতের অভ্যন্তরে চারদিন ও বাংলাদেশের অভ্যন্তরে চারদিন সাইক্লিং অনুষ্ঠিত হয়।  

এতে উভয় দেশের বিভিন্ন পদবীর ৩০ জন সেনা সদস্য অংশ নেন।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর