২৫ মার্চ, ২০১৯ ২০:১৬

এমপির উপস্থিতিতেই আওয়ামী লীগের দু'পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

লালমনিরহাট প্রতিনিধি

এমপির উপস্থিতিতেই আওয়ামী লীগের দু'পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

ফাইল ছবি

লালমনিরহাটের হাতীবান্ধায় স্বাধীনতা দিবস উপলক্ষে এক প্রস্তুতি সভায় স্থানীয় সংসদ সদস্যের উপস্থিতিতে আওয়ামী লীগের দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া এবং হাতাহাতির ঘটনা ঘটেছে।

সোমবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যলয়ে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয় সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন দলীয় অফিসে উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। ওই সভায় উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীসহ তাদের কর্মীদের ডাকা হয়নি। দলীয় অফিসে আলোচনা সভা শুরুর এক পর্যায়ে স্বতন্ত্র প্রার্থী সারোয়ার হায়াত খানসহ তাদের কর্মীরা সভায় উপস্থিত হলে বাক-বিতণ্ডার সৃষ্টি হয়।

এসময় উভয় গ্রুপের লোকজনের মাঝে সংসদ সদস্যের উপস্থিতিতে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে ধাওয়া ও পাল্টা ধাওয়ায় ঘটনা ঘটে। পরে পুলিশের কঠোর নিরাপত্তায় সংসদ সদস্য মোতাহার হোসেন দলীয় অফিস ত্যাগ করেন।

এ ঘটনায় উপজেলা শহরে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে আওয়ামী লীগ কার্যালয়সহ শহরজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর