২৬ মার্চ, ২০১৯ ০১:১৪

গণহত্যা দিবস উপলক্ষে টাঙ্গাইল ও মির্জাপুরে মোমবাতি প্রজ্জলন

টাঙ্গাইল প্রতিনিধি:

গণহত্যা দিবস উপলক্ষে টাঙ্গাইল ও মির্জাপুরে মোমবাতি প্রজ্জলন

টাঙ্গাইল জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, যুগ্ন-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোশারফ হোসেন খান, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ। 

অপরদিকে টাঙ্গাইলের মির্জাপুরে গণহত্যা দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্জলন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার রাত সোয়া সাতটার দিকে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত মুক্তির মঞ্চের সামনে এ কর্মসূচি পালিত হয়। 

এ সময় ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতের অন্ধকার দূর করতে মোমবাতি প্রজ্জলন ও ওই রাতের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মালেক, সহকারি কমিশনার (ভূমি) মো. আজগর হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার দুর্লভ বিশ্বাস, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সরকার হিতেশ চন্দ্র।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর