২৬ মার্চ, ২০১৯ ১৩:৫৭

বাগেরহাটে স্বাধীনতা দিবস পালন

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে স্বাধীনতা দিবস পালন

বাগেরহাটে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচি শুরু হয়। মঙ্গলবার সকালে শহরের দশানীস্থ শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস পুষ্পমাল্য অর্পণ করেন।

এরপর পর্যায়ক্রমে জেলা পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ, জেলা বিএনপি, মুক্তিযোদ্ধা সংসদ, বাগেরহাট প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে সকাল ৮টায় জাতীয় পতাকা উত্তোলন শেষে একযোগে জাতীয় সঙ্গীত পরিবেশেনের মধ্য দিয়ে অনুষ্ঠানিকভাবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের উদ্বোধন করা হয়। এসময়ে মঞ্চে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট ৪ আসনের এমপি ডা. মোজাম্মেল হোসেন, জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়। 

পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজ, শরীর চর্চা ও ডিসপ্লে প্রদর্শন করে। পরে আলোচনা সভা, মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর