শিরোনাম
২৬ মার্চ, ২০১৯ ১৪:২৬

লক্ষ্মীপুরে অসাম্প্রদায়িকতার প্রতীকী প্রদর্শন, শহীদদের ফুলেল শ্রদ্ধা

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে অসাম্প্রদায়িকতার প্রতীকী প্রদর্শন, শহীদদের ফুলেল শ্রদ্ধা

মহান স্বাধীনতা দিবসে লক্ষ্মীপুরে অসাম্প্রদায়িকতার প্রতীকী প্রদর্শন করা হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) সকালে জেলা স্টেডিয়াম মাঠে স্থানীয় শিক্ষার্থীরা এ প্রতীকী চিত্র প্রদর্শন করেন। এসময় তারা আবহমান কাল ধরে বাংলাদেশের প্রত্যেক ধর্মের মানুষ মুক্ত পরিবেশে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান প্রতিপালন করে আসছেন এমনটি তুলে ধরেন।  

এর আগে জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করে বিভিন্ন প্রতিষ্ঠান। সকাল ৫টা ৫৭ মিনিটে স্থানীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। এসময় পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। এরপরই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন।

পরে জেলার মুক্তিযোদ্ধাবৃন্দ, লক্ষ্মীপুর প্রেসক্লাব, আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন সামাজিক সংগঠন স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে শহরের বাগবাড়ীস্থ গণকবরে শহীদদের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাযাত করা হয়। 

এছাড়া দিনভর জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা আয়োজনে দিবসটি উদযাপন করে।   
 
বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর