শিরোনাম
২৬ মার্চ, ২০১৯ ১৫:৫৪

দিনাজপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

যথাযোগ্য মর্যাদা ও দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের মধ্যদিয়ে দিনাজপুরে স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার প্রথম প্রহরে জেলা প্রশাসকের কার্যালয় এলাকায় স্বাধীনতা স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় সংসদের হুইপ এম ইকবালুর রহিম এমপি। 

এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিকে পুষ্পস্তবক অর্পন করা হয়। এরপর চেহেলগাজী শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভে এবং মহারাজা গিরিজিনাথ হাই স্কুলের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করেন তিনি। 

এরপরে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। দুপুরে বন্ধন কমিউনিটি সেন্টারে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন হুইপ এম ইকবালুর রহিম এমপি।

এসময় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জাকিয়া তাবাসসুম জুঁই, জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম, পুলিশ সুপার সৈয়দ আবু সায়েমসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। এ ছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে দিনাজপুর বড় ময়দানে বিভিন্ন স্কুল’র শিক্ষার্থীদের মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করা হয়। 

এরপর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, দিনাজপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় এলাকায় স্বাধীনতা স্তম্ভে পুষ্পস্তবক অর্পন করা হয়।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর