২৬ মার্চ, ২০১৯ ১৬:০৬

উন্নত দেশের স্বপ্ন পূরণে মুক্তিযোদ্ধাদের প্রস্তুত থাকতে হবে : হুইপ ইকবালুুর রহিম

দিনাজপুর প্রতিনিধি

উন্নত দেশের স্বপ্ন পূরণে মুক্তিযোদ্ধাদের প্রস্তুত থাকতে হবে : হুইপ ইকবালুুর রহিম

উন্নয়শীল দেশকে উন্নত দেশে পরিণত করতে মুক্তিযোদ্ধাদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে জাতীয় সংসদের হুইপ ইকবালুুর রহিম এমপি বলেছেন, এদেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত সুখি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লড়াই করছেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ লড়াইয়ে বাধা হয়ে দাঁড়িয়েছে বিএনপি, জামায়াত, শিবিরসহ স্বাধীনতা বিরোধীরা। 

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসন আয়োজিত বন্ধন কমিউনিটি সেন্টারে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

হুইপ ইকবালুর রহিম বলেন, যে স্বপ্ন পূরণে মুক্তিযোদ্ধারা পাক্ হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে অবর্তীর্ণ হয়েছিলেন নিম্ন মধ্য আয়ের দেশে উত্তরণে সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। উন্নত দেশের স্বপ্ন পূরণে মুক্তিযোদ্ধাদের প্রস্তুত থাকতে হবে।

দিনাজপুর জেলা প্রশাসক মো. মাহমুদুল আলমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জাকিয়া তাবাসসুম জুঁই, দিনাজপুর পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম, সাবেক এমপি অ্যাডভোকেট আব্দুল লতিফ, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ফিরুজুল ইসলাম ফিরোজ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার লোকমান হাকিম, মুক্তিযোদ্ধা মোকাদ্দেস হোসেন। 

এর আগে, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জেলা প্রশাসন চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী জানান হুইপ ইকবালুর রহিম এমপি। 
এ ছাড়া চেহেলীগাজী, মহারাজা গিরিজানাথ স্কুল, পুলিশ লাইন প্রাঙ্গনে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন। 
এর আগে সকাল সাড়ে ৮টায় জেলা আওয়ামীলীগের র‌্যালী শহর প্রদক্ষিণ করে। 

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর