২৬ মার্চ, ২০১৯ ১৬:৩৫

হিলি সীমান্তে বিএসএফকে মিষ্টি দিয়ে বিজিবির শুভেচ্ছা

দিনাজপুর প্রতিনিধি:

হিলি সীমান্তে বিএসএফকে মিষ্টি দিয়ে বিজিবির শুভেচ্ছা

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’কে মিষ্টি উপহার দিয়ে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার সকাল ১০টায় দিনাজপুরের হিলি সীমান্তের ইমিগ্রেশন চেকপোষ্ট গেটের শুন্য রেখায় বিএসএফ’কে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানায় বিজিবি।

হিলি সিপি বিজিবি ও আটাপাড়া বিওপি কম্পানি কমান্ডার চাঁন মিয়া ও আলতাব হোসেন ভারতের হিলি বিএসএফ’র ক্যাম্প কমান্ডেন্ট এসআই তির্কে-এর হাতে মিষ্টির প্যাকেট তুলে দিয়ে শুভেচ্ছা জানান।

হিলি সিপি বিজিবি কম্পানি কমান্ডার সুবেদার চাঁন মিয়া ও আটাপাড়া বিওপি কম্পানি কমান্ডার সুবেদার আলতাব হোসেন সাংবাদিকদের জানায়, একে অন্যের সাথে স্বাধীনতা দিবসের আনন্দ ভাগাভাগি করে নিতে এবং সীমান্তে উভয় বাহিনীর মধ্যে সোহার্দ্য, সম্প্রীতি ও ভাতৃত্ববোধ বজায় রাখতে জয়পুরহাট ২০ বিজিবি’র পক্ষ থেকে ভারতের ১৯৯ বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়কে এ মিষ্টি উপহার দেওয়া হয়েছে।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর