২৬ মার্চ, ২০১৯ ২১:২২

স্বাধীনতা দিবসে বাঞ্ছারামপুরে নানা আয়োজন

বাঞ্ছারামপুর প্রতিনিধি:

স্বাধীনতা দিবসে বাঞ্ছারামপুরে নানা আয়োজন

ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে বাঞ্ছারামপুরে দিবসটির সূচনা করা হয়।

সূর্যোদয়ের সাথে সাথে সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকালে কলেজ মোড়ে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ পুষ্পস্তবক অর্পণ করেন।

সকাল আটটায় বাঞ্ছারামপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে একযোগে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুল ইসলাম, সাবেক যুগ্ম সচিব মো. সিরাজুল ইসলাম মো. নুরুল ইসলাম ও উপজেলা চেয়ারম্যান মো. নুরুল ইসলাম।

এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে ডিসপ্লে প্রদর্শন করা হয়। এছাড়াও দিবসটিতে উপজেলা প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভার কর্মসূচি পালন করে।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর