২০ জুন, ২০২১ ০২:১০

ঠাকুরগাঁওয়ে ২৫০ কেজি ওজনের বিষ্ণু মূর্তি উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে ২৫০ কেজি ওজনের বিষ্ণু মূর্তি উদ্ধার

ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়ন থেকে ২৫০ কেজি ওজনের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে ডিবি পুলিশ। শনিবার ওই ইউনিয়নের দেওগাঁ হরিবস্তি গ্রামের কালি কুমার (৫৫) এর বাসা থেকে মূতিটি উদ্ধার করা হয়।

তবে মূর্তিটি কি পাথরের তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ডিবি পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি পুলিশের ওসি মোসাব্বেরুল হক।

ডিবি পুলিশ জানান, দুপুরে দিকে স্থানীয়রা খবর দিলে সালন্দর ইউনিয়নের দেওগাঁ হরিবস্তি গ্রামে মৃত দর্প বর্ম্মণের বাসায় একটি বিষ্ণু মূর্তি আছে এই খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এসময় তার বাসা থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। মূর্তির দৈর্ঘ্য ৪ ফুট ৬ ইঞ্চি, প্রস্থ ২ ফুট ১ ইঞ্চি আর ওজন ২৫০ কেজি।

ডিবি পুলিশের ওসি মোসাব্বেরুল হক বলেন, স্থানীয়রা খবর দিলে সেই লোকের বাসায় অভিযান চালানো হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেন বাসার পাশে একটি পুকুর খননের সময় তিনি এই মূর্তিটি পেয়ে থাকে। তবে তিনি নিজেও যানেন না এটি কিসের মূর্তি।

তিনি আরও বলেন, মূর্তিটি কিসের তা সঠিকভাবে বলা যাচ্ছে না। আমরা এটি নিয়ে যাচাই বাছাই করছি।

বিডি প্রতিদিন/ মজুমদার 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর