১ অক্টোবর, ২০২২ ০৫:০১

হালুয়াঘাটে সাফ জয়ী ৮ নারী ফুটবলারকে সংবর্ধনা

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি:

হালুয়াঘাটে সাফ জয়ী ৮ নারী ফুটবলারকে সংবর্ধনা

ছবি- বংলাদেশ প্রতিদিন।

কাঠমান্ডুর দশরত স্টেডিয়ামে নেপালকে ৩-১ গোলে হারিয়ে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নের মুকুট এনে দেয়া ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার সানজিদা-মারিয়াসহ আট ফুটবলারকে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে মোটর শোভাযাত্রা ও বর্ণিল সংবর্ধনায় বরণ করল হালুয়াঘাট উপজেলাবাসী। 

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে হালুয়াঘাট পৌরশহরের জয়িতা মার্কেট প্রাঙ্গণে পৌঁছালে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানায়। এছাড়াও উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে একে একে সম্মাননা ক্রেষ্ট গ্রহণ করেন সানজিদা আক্তার, মারিয়া মান্ডা, শিউলি আজিম, মার্জিয়া আক্তার, শামছুন্নাহার সিনিয়র, তহুরা আক্তার, সাজেদা আক্তার, শামছুন্নাহার জুনিয়র। 
বর্ণিল এই আয়োজন শেষে নিজ বাসভূমি ধোবাউড়ার কলসিন্দুর এলাকায় রওনা করেন সাফজয়ী ৮ নারী ফুটবলাররা। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও হালুয়াঘাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি জুয়েল আরেং এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সোহেল রানা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খায়রুল আলম ভূঁইয়া। 

নারী ফুটবলারদের সাথে সফরসঙ্গী ছিলেন কলসিন্দুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনতি রানী শীল, টিম ম্যানেজার অধ্যাপিকা মালা রানী সরকার, কোচ মফিজ উদ্দিন, সহকারী কোচ মো. জুয়েল রানাসহ প্রত্যেক নারী ফুটবলারের অভিভাবকবৃন্দ।  

আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলন উপজেলা আওয়ামীগের সহ সভাপতি আবুল হোসেন আজাদ, মোর্শেদ আনোয়ার খোকন, আলহাজ্জ এম সুরুজ মিয়া, সম্মানীত সদস্য কবিরুল ইসলাম বেগ, সাবেক সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান, মো. আওলাদ হোসেন, হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), মো. শাহীনুজ্জামান খান, ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতানসহ উপজেলা আওয়ামীলীগের অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।  


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর