২৮ মার্চ, ২০২৪ ১৪:১৭

বরগুনায় স্বেচ্ছাসেবক সম্মেলন

বরগুনা প্রতিনিধি

বরগুনায় স্বেচ্ছাসেবক সম্মেলন

বরগুনায় স্বেচ্ছাসেবক সন্মেলন

উপকূলীয় জেলা বরগুনায় দূর্যোগকালীন স্বেচ্ছাসেবী কার্যক্রম সম্প্রসারণ ও সমন্বয়ের উদ্দেশ্যে স্বেচ্ছাসেবক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার বেলা ১১টায় শিল্পকলা একাডেমিতে অক্সফাম এর সহযোগিতায় বেসরকারি সংগঠন জাগোনারীর আয়োজনে স্বেচ্ছাসেবক সম্মেলনের উদ্বোধন করেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম। 

উদ্বোধনী পর্বে ফুটবল মাঠে ৪০ বছর যাবৎ স্বেচ্ছায় খেলোয়াড় তৈরিতে অবদান রাখায় ওস্তাদ মীর বজলুর রহমানকে সন্মাননা স্মারক প্রদান করা হয়। 

আলোচনায় অংশগ্রহণ করেন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মতিয়ার রহমান, বরগুনা পৌর সভার মেয়র আ্যাডভোকেট কামরুল আহসান, জাগোনারীর প্রধান নির্বাহী হোসনেয়ারা হাঁসি, বরগুনা উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিম মিয়া, জাগোনারীর সভাপতি আ্যাডভোকেট সেলিনা আক্তার।

এছাড়াও বিষয়ভিত্তিক আলোচনা করেন গবেষক ও আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ, ড. জাফর ইকবাল, দীপু হাফিজুর রহমান, ডিউক ইবনে আমিন প্রমুখ।

বিডি প্রতিদিন/আজাদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর