২৮ মার্চ, ২০২৪ ২১:৫০

মানিকগঞ্জে অবৈধ স্থাপনা ও হকারদের উচ্ছেদ

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে অবৈধ স্থাপনা ও হকারদের উচ্ছেদ

মানিকগঞ্জ পৌরসভায় যানজট নিরসনে ও পথচারীদের যাতায়াতের সুবিধার্থে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড ও পৌর সুপার মার্কেটের সামনের সড়ক থেকে অবৈধ স্থাপনা ও হকারদের উচ্ছেদ অভিযান করা হয়েছে। এই উচ্ছেদ অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এসময় উৎসুক লোকজন ভিড় করে। এই উচ্ছেদ অভিযানকে সর্বস্তরের লোকজন সাধুবাদ জানান। তবে তারা আশঙ্কার কথাও জানান। লেনদেনের মাধ্যমে হয়তো কয়েকদিন পর আবার তারা নিজ জায়গায় বসে পরবে। 

উচ্ছেদ অভিযানে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জহিরুল আলম, প্যানেল মেয়র তসলিম মিয়া ও সংরক্ষিত নারী কাউন্সিলর রাজিয়া সুলতানাসহ থানা পুলিশ ও পৌরসভার কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর