১৬ এপ্রিল, ২০২৪ ২২:১৩

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারে আর্থিক সহায়তা প্রদান

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারে আর্থিক সহায়তা প্রদান

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারকে আর্থিক সহয়তা প্রদান করলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহমান এবং ফরিদপুর জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার ।

মন্ত্রী ও জেলা প্রশাসকের পক্ষ থেকে নিহত পরিবারের সদস্যদের হাতে মঙ্গলবার সন্ধ্যায় নগদ অর্থ তুলে দেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান। এ সময় বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া উপস্থিত ছিলেন। 

বোয়ালমারী নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান বলেন, মাননীয় মন্ত্রী মহোদয়ের পক্ষ থেকে নিহত রাকিব হোসেনের পরিবারকে নগদ ৪০ হাজার, নিহত মর্জিনা বেগম এর পরিবারকে ২০ হাজার ও নিহত ইকবাল হোসেনের পরিবারকে ২০ হাজার টাকা তুলে দেওয়া হয়েছে। এছাড়া জেলা প্রশাসক মো কামরুল আহসান তালুকদার স্যারের এর পক্ষ থেকে নিহত প্রতিজনকে ২০ হাজার করে ও আহতদের চিকিৎসা সেবার জন্য ১০ হাজার টাকা করে প্রদান করা হয়েছে। 

উল্লেখ্য, সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর গ্রামের বীর মুক্তিযোদ্ধা তারা মোল্যার পরিবারের ৪ জনসহ ১৪ জন নিহত হয়। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর