১৭ এপ্রিল, ২০২৪ ১২:৪৮

তালতলীতে রাখাইনদের জলকেলি উৎসব

বরগুনা প্রতিনিধি

তালতলীতে রাখাইনদের জলকেলি উৎসব

বরগুনার তালতলীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী রাখাইনদের তিন দিনব্যাপী জলকেলি উৎসব শুরু হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) থেকে শুরু হওয়া এই উৎসব চলবে শুক্রবার দুপুর পর্যন্ত। পুরোনো বছরের সব ব্যর্থতা গ্লানি ও অপূর্ণতা মুছে নতুন বছরকে বরণ করতে রাখাইন পাড়ায় প্রতি বছর বাংলা নববর্ষের আয়োজন করা হয় জলকেলি উৎসব। যেটিকে রাখাইন ভাষায় বলে ‘সাংগ্রাই’রিলং। 

মঙ্গলবার (১৬ এপ্রিল) বরগুনা জেলার তালতলী উপজেলার নামিশিপাড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় এই উৎসব। মঙ্গলবার বেলা ২ টায় উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা।  আদিকাল থেকে রাখাইন নববর্ষ উপলক্ষে সামাজিকভাবে সাংগ্রেং পোয়ে উৎসব পালন হয়ে আসছে।  

আয়োজকরা জানান, এই উৎসব পুরনো বা অশুভকে পেছনে ফেলে মঙ্গলের বার্তা ছড়িয়ে দেয়। জলকেলী উৎসব আয়োজন কমিটির সভাপতি রাখাইন নেতা মংথান চো বলেন, আমাদের এই আয়োজনে স্থানীয়রাসহ প্রশাসন সার্বিক সহযোগিতা করছে। নববর্ষে আমরা বিগত বছরের গ্লানি-দুঃখ কস্ট আর যতো মলিনতা সব কিছু ধুয়ে পরিচ্ছন্ন-শান্তিময় আগামীর প্রত্যাশা করি।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর