১৭ এপ্রিল, ২০২৪ ১৬:৩৭

চাঁপাইনবাবগঞ্জে ১৬ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে একজনের মনোনয়নপত্র বাতিল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে ১৬ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে একজনের মনোনয়নপত্র বাতিল

চাঁপাইনবাবগঞ্জের ৩টি উপজেলায় চেয়ারম্যান পদে ১৬ জন এবং ভাইস চেয়ারম্যান পদে ২৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ বুধবার দুপুরে মনোয়নপত্র বাছাইকালে নাচোল উপজেলা চেয়ারম্যান প্রার্থী জামায়াত নেতা সিরাজুল ইসলামের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

জেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মোঃ রেজাউল করিম হলফনামায় তথ্য গড়মিল থাকায় মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করেন। এছাড়া নাচোল উপজেলা ভাইস চেয়ারম্যান পদে দুইজনের মনোনয়নত্র স্থগিত করা হয়েছে।
এবারের ভোলাহাট উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির ৩ নেতা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন উপজেলা বিএনপির একাংশের আহবায়ক মোহাম্মদ বাবর আলী, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম ও উপজেলা বিএনপির অপর অংশের আহবায়ক মোহাঃ ইয়াজদানী আলীম আল রজী (জর্জ)। তাদের দাবি তৃণমূল নেতা-কর্মী ও সমর্থকদের দাবিতে তারা নির্বাচনে অংশ নিয়েছেন।

ভোলাহাট উপজেলা চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন উপজেলা বিএনপির একাংশের আহবায়ক মোহাম্মদ বাবর আলী, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাঃ আব্দুল খালেক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল গাফ্ফার মুকুল, উপজেলা বিএনপির অপর অংশের আহবায়ক মোহাঃ ইয়াজদানী আলীম আল রজী (জর্জ), মহাঃ শরিফুল ইসলাম ও মোহাঃ আল আমিন। এছাড়া ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন মোহাঃ কামাল উদ্দিন, মোঃ হুসেন আলী, জামায়াত নেতা ভোলাহাট উপজেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ লোকমান আলী, কায়সার আহমেদ, মোসাঃ শাহজাদী খাতুন, বহিস্কৃত বিএনপি নেত্রী মোসাঃ রেসমাতুল আরস ও জেলা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক মোসাঃ শাহনাজ খাতুন। 
নাচোল উপজেলা চেয়ারম্যান পদের প্রার্থীরা হচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাঃ আব্দুল কাদের ও সাবেক যুবলীগ নেতা মোঃ আবু রেজা মোস্তফা কামাল। এছাড়া ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন, মোঃ আশরাফুল হক, মোঃ নুরুল হোদা, মোঃ মশিউর রহমান, মোঃ কামাল উদ্দীন,  মোসাঃ জান্নাতুল নাইম মুন্নি, মোসাঃ রাশিদা খাতুন ও মোসাঃ শামীমা ইয়াসমিন। 

অপরদিকে গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান পদের প্রার্থীরা হচ্ছেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ হুমায়ন রেজা, বিএনপি কর্মী মোঃ আশরাফ হোসেন আলীম, আব্দুল্লাহ আল রাইহান, মোঃ সিরাজুল ইসলাম, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক মোসাঃ হালিমা খাতুন ও উপজেলা মহিলা যুবলীগের উপ-মহিলা বিষয়ক সম্পাদক মোসাঃ মাহফুজা খাতুন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা হচ্ছেন, মুহাঃ হাসানুজ্জামান নূহু, মুঃ নজরুল ইসলাম, মোঃ মোকসেদুর রহমান, দেলোয়ার হোসেন, মোঃ খাইরুল ইসলাম, মোঃ ওবাইদুর রহমান, মোঃ মাসুদ পারভেজ, মোসাঃ শামীমা বেগম, মোসাঃ জোহনা খাতুন, শামীমা জাহান, মনিরা, মোসাঃ শিরিন আকতার ও মোসাঃ সুলতানা খাতুন।

বিডি প্রতিদিন/এএ

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর