৩০ এপ্রিল, ২০২৪ ১৮:৫২

শেরপুরে রেকর্ড তাপমাত্রা, হিটস্ট্রোকে শিশুর মৃত্যু

শেরপুর প্রতিনিধি

শেরপুরে রেকর্ড তাপমাত্রা, হিটস্ট্রোকে শিশুর মৃত্যু

গত কয়েক দিন শেরপুরের তাপমাত্রা ৩৮/৩৯ ডিগ্রিতে ওঠানামা করলেও মঙ্গলবার শেরপুরের তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়েছে। যা চলতি বছরে শেরপুরের রেকর্ড তাপমাত্রা। সোমবার ছিল ৩৯ ডিগ্রির উপরে। তীব্র তাপদাহে মঙ্গলবার দুপুরে শেরপুর পৌর এলাকার চকপাঠক মহল্লার ইস্রাফিলের দেড় বছরের কন্যা ইসরা নামে এক শিশু মারা গেছে।

অপরদিকে, সকাল সাড়ে ১০টার দিকে শেরপুর আফসর আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভাবনা আক্তার নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী গরমে জ্ঞান হারিয়ে ফেলে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এ ছাড়া দুপুরে শেরপুর উত্তরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী ও জমসেদ আলী মেমোরিয়াল কলেজের ডিগ্রিতে পড়ুয়া এক শিক্ষার্থী জ্ঞান হারিয়ে ফেলে। পরে চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়। সোমবার নালিতাবাড়ী উপজেলার হাতি পাগার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী গরমে জ্ঞান হারিয়ে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয়।

গরমে হাসপাতালগুলোতে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে। শেরপুর জেলা হাসপাতালে শিশু ওয়ার্ডে তিল ধারণের জায়গা নেই। শিশু ওয়ার্ড ২৫ শয্যার হলেও এখন এই ওয়ার্ডে রোগীর সংখ্যা আড়াইশ ছাড়িয়েছে।

এদিকে, জেলার স্বাস্থ্য বিভাগ জেলার প্রধান বাজারগুলোতে তীব্র গরমে করণীয় সম্পর্কিত ১০ দফা করণীয় নিয়ে মাইকিং ও লিফলেট বিতরণ করেছে। শিক্ষাপ্রতিষ্ঠান ও শহরে উপস্থিতি অনেক কমে গেছে।

সিভিল সার্জন ডা. অনুপম ভট্রাচার্য বলেন, রোদে না যাওয়াই ভালো। বেশি বেশি পানি ও তরল খেতে হবে। ছায়াযুক্ত স্থানে থাকতে হবে। শরীর খারাপ লাগলেই হাসপাতালে আসতে হবে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর