৩০ এপ্রিল, ২০২৪ ২০:৩৩

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নির্মাণ শ্রমিক নিহত

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নির্মাণ শ্রমিক নিহত

প্রতীকী ছবি

বাগেরহাটে বিআরটিসি ও নসিমনের ধাক্কায় ঘটনাস্থলে নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরো তিন জন। মঙ্গলবার বিকালে বাগেরহাট-খুলনা মহাসড়কের সুন্দরঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে প্রেরণ করে। নিহত নির্মাণ শ্রমিক আল-আমিন শেখ (৩৫) সদর উপজেলার কোড়ামারা এলাকার সেকেন্দার আলী শেখের ছেলে। নছিমনকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার পর বিআরটিসি বাসটিকে কাটাখালি হাইওয়ে পুলিশ জব্দ করলেও চালক পালিয়ে গেছে।   

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের কর্মকর্তা বাবুল আক্তার জানান, বাগেরহাট সদর উপজেলার সুন্দরঘোনা গ্রামে একদল নির্মাণ শ্রমিক বাড়ীর ছাদ ঢালাইের কাজ শেষ করে ইঞ্জিন চালিত ভ্যানে বাগেরহাট শহরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে সুন্দরঘোনা গ্রামে খান জাহানিয়া গণ বিদ্যালয়ের সামনে পৌঁছালে খুলনাগামী বিআরটিসির একটি বাসের সাথে সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর