ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। বুধবার (২৪ জুলাই) দিবাগত রাতে নবীনগর-কোম্পানিগঞ্জ সড়কের জিনদপুর চারপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার জিনদপুর ইউনিয়নের কড়ইবাড়ি গ্রামের হাফিজ মিয়ার ছেলে গোলাম রাব্বি (২৫), একই এলাকার মালাই গ্রামের কাদির চৌধুরীর ছেলে পিয়াস চৌধুরী ও মুরাদনগর উপজেলার বাংগরা থানার বায়রা গ্রামের সেলিম মিয়ার ছেলে সাব্বির মিয়া (২২)।
পুলিশ জানায়, রাতে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিলেন বায়রা গ্রামের সাব্বির ও জিনদপুরের গ্রামের রাব্বি ও পিয়াস। চারপাড়া ব্রিজে পৌঁছালে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান সাব্বির। হাসপাতালে নেয়া হলে রাব্বি ও পিয়াসকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
বিডি প্রতিদিন/আরাফাত