পর্যটক শূন্য হয়ে পড়েছে পাহাড়। প্রতিবছর এ মৌসুমে পর্যটকদের আনাগোনায় পাহাড় উৎসবমুখর থাকে। এবার চিত্র ভিন্ন। পর্যটক নেই, স্থানীয়দের আনাগোনাও নেই। তাই একেবারে শূন্য তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের পর্যটন কেন্দ্রগুলো। স্থবির হয়ে পড়েছে পর্যটক সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান।
একই অবস্থা বিরাজ করছে রাঙামাটির শপিংমল, হাট-বাজারে। আমদানি-রপ্তানি বাধাগ্রস্ত হওয়ায় দাম ঊর্ধ্বমুখী। তাই মারাত্মক সমস্যায় পড়েছে রাঙামাটির সাধারণ মানুষের জনজীবন।
ভুক্তভোগীরা বলছেন, দেশে যদি আরও কিছুদিন এমন সংকটময় পরিস্থিতি বিরাজ করে সাধারণ মানুষদের বেঁচে থাকা দায় হয়ে যাবে। বিশেষ করে পর্যটকমুখী প্রতিষ্ঠানগুলো।
রাঙামাটি পর্যটন কেন্দ্র সূত্রে জানা যায়, চলতি মাসে কোনো বুকিং নেই পর্যটনের হোটেল-মোটেলগুলোতে। বুকিং যা ছিল, তাও বাতিল করেছে পর্যটকরা। তাই অলস সময় পার করছে পর্যটনের হোটেল কর্মচারীরা।
রাঙামাটি পর্যটন কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, রাঙামাটি পর্যটন মোটলে ২০ ভাগও বুকিং নেই। দেশের চলমান পরিস্থিতির জন্য বুকিং প্রায় বাতিল হয়ে গেছে। ঝুলন্ত সেতুতেও তেমন কোনো পর্যটক আসেনি। এক কথায় বলা যায় স্থবির ব্যবসা।
বিডি প্রতিদিন/এমআই