ফরিদপুর শহরের মামুদপুর এলাকায় ট্রাকের চাপায় সুফলা রানী পাল (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পৌরসভার ২৭নং ওয়ার্ডের পালপাড়া এলাকার জনৈক গৌতম পালের স্ত্রী সুফলা রানী পাল ভোরে মর্নিং ওয়ার্কে বের হয়। এসময় দ্রুতগামী একটি বালুর ট্রাক তাকে চাপা দেয়। পরে আহত অবস্থায় সুফলা রানীকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সকাল সাড়ে ৮টার দিকে সে মারা যায়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
কোতয়ালী থানার ওসি মো. হাসানুজ্জামান জানান, ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এএম