শেরপুরের শ্রীবরদীর চক কাউনিয়া এলাকায় পাওনা টাকা চাইতে গিয়ে নাজমুল হক (৩৩) নামে এক যুবক খুন হয়েছেন।এই ঘটনায় জাফর ও রেণুকার পারভীন নামে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যার আগে নাজমুল প্রতিবেশী জাফরদের বাড়িতে পাওনা দুই হাজার টাকা চাইতে যায়।
পাওনা টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হলে প্রতিপক্ষরা নাজমুলকে বেদম প্রহার করে। প্রথমে শ্রীবরদী পরে শেরপুর সদর হাসপাতালে চিকিৎসা করা হয়। অবস্থা বেশি খারাপ হলে শেষ রাতের দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে নাজমুল মারা যায়। তথ্য নিশ্চিত করেছে স্থানীয়রা ও শ্রীবরদী থানা পুলিশ।
শ্রীবরদী থানার ওসি কাইউম খান সিদ্দিকী বলেছেন, হত্যা মামলা ও আইগনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকি অভিযুক্তদের ধরতে পুলিশ তৎপর আছে।
বিডি প্রতিদিন/এএ