সারা দেশের ন্যায় কুড়িগ্রামেও যথাযোগ্য মর্যাদায় স্বেচ্ছাসেবক লীগের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মিলাদ মাহফিল, দোওয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে শনিবার দুপুরে শহরের শাপলা চত্বরের কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্বেচ্ছাসেবকলীগ কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
এসময় বাংলাদেশ স্বেচ্ছাসেবকলীগ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি সহকারি অধ্যাপক মো: আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম তাজ, সাংগঠনিক সম্পাদক শাহ আলম লালন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শাখাওয়াত হোসেন সোহান,কুড়িগ্রাম সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ এর ভারপ্রাপ্ত আহবায়ক মনোয়ার হোসেন রনি প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম