মাগুরায় বুধবার জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সকাল ১০টায় জেলা প্রশাসকের বাসভবনের পুকুরে ৫০ কেজি মাছের পোনা অবমুক্তকরণের মধ্যে দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।
পরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয় শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট চত্বরে এসে শেষ হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা মৎস্য কর্মকর্তা আনোয়ার কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার দেবাশিষ কর্মকার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. মো. ইয়াছিন আলী, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মিহির কান্তি বিশ্বাস, সিনিয়র সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাসসহ অন্যরা।
আলোচনা সভা শেষে জেলার চারজন সফল মৎস্যচাষি উজ্জ্বল শিকদার, অরবিন্দু বিশ্বাস, মো. আনিছুর রহমান ও দিপংকর বিশ্বাসকে সম্মাননা জানানো হয়।
বিডি প্রতিদিন/এমআই