কোটা সংস্কার আন্দোলন ঘিরে হত্যা ও গ্রেফতারের প্রতিবাদে গাইবান্ধায় সাংস্কৃতিক সমাবেশ করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।
সংগঠনটির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার বেলা সাড়ে ১১টায় জেলা শহরের ডিবি রোডের আসাদুজ্জামান মার্কেটের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উদীচীর জেলা সংসদের সভাপতি অধ্যাপক জহুরুল কাইয়ুমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা ওয়াজিউর রহমান রাফেল, প্রতিবাদী গান পরিবেশন করেন সহ-সভাপতি চুনি ইসলাম, বক্তব্য দেন সম্পাদকমন্ডলীর সদস্য আফরোজা লুনা, প্রতিবাদী কবিতা আবৃত্তি করেন পরমা ও সুষমা এবং সঞ্চালনা করেন সহ-সাধারণ সম্পাদক শিরিন আকতার।
বিডি প্রতিদিন/এএ