দেশব্যাপী ‘বিএনপি ও জামায়াতের সন্ত্রাসের’ বিরুদ্ধে ঝালকাঠিতে প্রতিবাদ সমাবেশ হয়েছে। জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরের ফায়ার সার্ভিস মোড়ে বুধবার বেলা ১১টায় এ কর্মসূচি পালিত হয়।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনিরের নেতৃত্বে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের দুই শতাধিক নেতাকর্মী সমাবেশে উপস্থিত হয়ে সন্ত্রাসবিরোধী স্লোগান দিতে থাকেন।
এসময় নেতা-কর্মীরা সবাইকে দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে আহ্বান জানান। আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লস্কর আসিফুর রহমান দিপু, জেলা যুবলীগের আহ্বায়ক পৌর কাউন্সিলর রেজাউল করিম জাকির, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদ।
বিডি প্রতিদিন/এমআই